টেকনাফে তিন লাখ ইয়াবাসহ আটক ৬

কক্সবাজারের টেকনাফ উপজেলায় তিন লাখ ইয়াবাসহ মিয়ানমারের ছয় নাগরিককে আটক করেছে কোস্টগার্ড।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2017, 05:06 AM
Updated : 3 August 2017, 12:48 PM

কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার জাফর ইমাম সজীব জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সেন্টমার্টিন দ্বীপের ছেঁড়াদ্বীপে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন, মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার মিয়রকুলের মৃত কাদির হোসেনের ছেলে এনামুল হোসেন (১৬), মকবুল হোসেনের ছেলে নাজির আহমদ (৬৫), মৃত মোহাম্মদ হাবিকুনের ছেলে মোহাম্মদ করিম (১৭), মৃত মোহাম্মদের ছেলে মোহাম্মদ করিম (১৪), মৃত সুলতান আহমদের ছেলে মোহাম্মদ রহিম (৬০) ও মৃত রহিম মোল্লার ছেলে মোহাম্মদ ফারুক (১৪)।

কোস্টগার্ড কর্মকর্তা জাফর বলেন, মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার খবরে তাদের একটি দল ছেঁড়াদ্বীপের ডিম এলাকায় অবস্থান নেয়। মিয়ানমারের দিক থেকে ইঞ্জিনচালিত একটি নৌকায় করে তারা আসছিল।

“তারা থামার সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ধাওয়া দিয়ে ছয় রোহিঙ্গাকে আটক করা হয়। নৌকায় তল্লাশি করে পাওয়া গেছে তিন লাখ ইয়াবা। জব্দ করা হয়েছে তাদের নৌকাটি।”

আটককৃতদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করা হবে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা জাফর।