লালপুরে ৩ যুবলীগ নেতা আটক, অস্ত্র উদ্ধার  

নাটোরের লালপুর উপজেলায় তিন যুবলীগ নেতাকে আটক করেছে র‌্যাব।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2017, 02:49 PM
Updated : 1 August 2017, 02:49 PM

ওই সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

মঙ্গলবার উপজেলার ধনঞ্জয়পাড়া এলাকা থেকে আটকরা হলেন লালপুরের বড়বড়িয়া গ্রামের সাখাওয়াত হোসেন ওরফে শুকুর (৩৫), কামারহাটি নতুনপাড়ার রাজা হোসেন (৩৮) ও আবু রায়হান (৩৫)।

তারা ইউনিয়ন পর্যায়ের যুবলীগ নেতা বলে জানান লালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালেদ হোসেন।

র‌্যাব-৫ সদর দপ্তরের বিশেষ শাখার কমান্ডার মেজর এ এম আশরাফুল ইসলাম বলেন, তার নেতৃত্বে র‌্যাব সদস্যরা বিকালে ধনঞ্জয়পাড়ার একটি ইটভাটায় অভিযান চালান।

“অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিনটি গুলি ও একটি মোটরসাইকেলসহ তিন তরুণকে আটক করা হয়।”

তাদের বিরুদ্ধে মামলা দিয়ে লালপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

লালপুর থানার ওসি জানান, তারা ঘটনাটি শুনেছেন। তাদের কাছে হস্তান্তরের পর ব্যবস্থা নেওয়া হবে।

লালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালেদ হোসেন জানান, আটক সাখাওয়াত হোসেন ওরফে শুকুর আড়বাব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। অন্য দুজন চংধুপইল ইউনিয়ন যুবলীগের সদস্য।

খালেদ বলেন, যুবলীগ নেতা শুকুরকে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তিনমাস আগে দল থেকে বহিষ্কারের জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। ওই নোটিশ এখনও প্রত্যাহার করা হয়নি।

আর অপর দুজনের সম্পর্কে তেমন বিশেষ জানেন না বলে জানান তিনি।