ময়মনসিংহে হত্যার দায়ে ২৭ বছর পর পাঁচজনের যাবজ্জীবন

ময়মনসিংহের ফুলপুরে ২৭ বছর আগের এক হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2017, 08:55 AM
Updated : 26 July 2017, 09:19 AM

ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির বুধবার এ রায় ঘোষণা করেন।

এছাড়া প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ছয় মাসের দণ্ড দিয়েছেন বিচারক।

প্রথমবার বিচারের রায়ে ১৯৯৯ সালে সব আসামি খালাস পেয়েছিলেন। দ্বিতীয় বিচারে সবাই দণ্ডিত হলেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল মোতালেব, আব্দুল হারিজ, চানু ও শহীদ রায় ঘোষণার সময় আদালতে ছিলেন।

অপর আসামি মীর কাশেম ইতোমধ্যেই মারা গেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সঞ্জীব সরকার জানান, ১৯৯৩ সালে ৮ জুলাই ফুলপুর থানার ঘোষগাঁও গ্রামের বাসিন্দা তোফাজ্জলকে রাত সাড়ে ৮টার দিকে ডেকে নিয়ে যান আসামিরা। এর ১৬ দিন পর তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় তোফাজ্জলের বাবা আবদুল খালেক দণ্ডপ্রাপ্ত পাঁচজনের নামে মামলা করেন।

আইনজীবী সঞ্জীব বলেন, ১৯৯৯ সালে মামলাটির রায়ে সব আসামি খালাস পেয়েছিলেন। পরে উচ্চ আদালতের নির্দেশে পুনরায় বিচারকাজ শুরু হয়।

“দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সব আসামি দোষী প্রমাণিত হওয়ায় বিচারক মোহাম্মদ জহিরুল কবির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এছাড়া প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক।”