বীরপ্রতীক কাঁকন বিবি হাসপাতালে

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বীরপ্রতীক কাঁকন বিবি।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2017, 02:18 PM
Updated : 21 March 2018, 06:20 PM

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে শতবর্ষী কাঁকন বিবিকে।

তবে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাহবুবুল হক।

তিনি বলেন, “কাঁকন বিবির মাইনর হার্ট অ্যাটাক হয়েছিল। তবে তিনি ধীরে ধীরে সুস্থ্ হয়ে উঠছেন। দুই দিন অচেতন থাকার পর এখন ডাকলে মাথা নেড়ে সাড়া দিচ্ছেন।’’

এ নারী মুক্তিযোদ্ধার একমাত্র মেয়ে সখিনা বিবি বলেন, গত বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শুক্রবার তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

১৯৭১ সালে কাঁকন বিবি তিন দিন বয়সী মেয়ে সখিনাকে রেখে যুদ্ধে চলে যান। জুনে পাকিস্তানি বাহিনীর কাছে ধরা পড়েন কাঁকন বিবি। তাদের বাঙ্কারে আটকে দিনের পর দিন তাকে নির্যাতন করে পাকিস্তানি সেনারা।

ছাড়া পেয়ে তিনি মুক্তিযোদ্ধা রহমত আলীর কাছে অস্ত্র চালনার প্রশিক্ষণ নেন। রহমত আলীর দলে সদস্য হয়ে সশস্ত্র যুদ্ধ করেন তিনি। একইসঙ্গে চালিয়ে যান গুপ্তচরের কাজ।

১৯৭১ সালের নভেম্বর মাসে টেংরাটিলার সম্মুখ যুদ্ধে কয়েকটি গুলি তার শরীরে বিদ্ধ হয়। উড়ুতে কয়েকটি গুলির দাগ এখনও আছে।

টেংরাটিলা যুদ্ধের পর আমবাড়ি, বাংলাবাজার, টেবলাই, বালিউরা, মহব্বতপুর, বেতুরা, দূরবীণটিলা, আধারটিলাসহ প্রায় নয়টি সম্মুখ যুদ্ধে তিনি অংশ নেন।

মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ১৯৯৬ সালে তৎকালীন সরকার তাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করে।