গাজীপুর আদালতের কর্মচারী ‘অপহরণ’

গাজীপুর জজ আদালতের এক সেরেস্তাদারকে অপহরণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2017, 10:31 AM
Updated : 23 July 2017, 10:31 AM

জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাসান জানান, সেরেস্তাদার আব্দুর রহিমকে অপহরণের অভিযোগে শনিবার রাত আড়াইটার দিকে তার মেয়ে রোমানা আইরিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে বলা হয়, আদালতের একটি নিয়োগ পরীক্ষার দায়িত্ব পালন শেষে শনিবার বিকাল ৫টার দিকে আদালত থেকে বেরিয়ে বাড়ি ফিরছিলেন আব্দুর রহিম। পথে অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি তাকে অপরহরণ করে।

সন্ধ্যা ৭টার দিকে আব্দুর রহিম নিজের মোবাইল থেকে ফোন করে তার সহকর্মী শাহীন আলমকে অপহরণের কথা জানান।

অপহরণকারীরা রহিমের মুক্তিপণ বাবদ এক লাখ টাকা দাবি করেছে। পরে অপহরণকারীদের বিকাশের মাধ্যমে ৬০ হাজার টাকা পাঠানো হয়।

এরপর রাত সাড়ে ১১টায় রহিমের স্ত্রীর মোবাইলে ফোন করে অপহরণকারীরা মুক্তিপণ বাবদ আরও পাঁচ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে রহিমকে হত্যার হুমকিও দেওয়া হয়।

এরপর থেকে আব্দুর রহিমের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

পরিদর্শক মাহমুদুল হাসান জানান, অপহৃতকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা করছে।