পদ্মার পানি বিপৎসীমার ওপরে, ফরিদপুরে প্লাবন

ফরিদপুরের বিভিন্ন নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে উঠে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে; অব্যাহত রয়েছে পানিবৃদ্ধি।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2017, 08:03 AM
Updated : 14 July 2017, 08:05 AM

জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, কদিন ধরে পদ্মার পানি দৈনিক ১২ থেকে ১৫ সেন্টিমিটার করে বাড়ছে। জেলার বিভিন্ন নদ-নদীর পানি ইতোমধ্যেই বিপৎসীমার ওপরে চলে গেছে।

জহিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদর উপজেলা, চরভদ্রাসন, সদরপুর ও আলফাডাঙ্গা উপজেলার বেশ কটি ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে।

“শুক্রবার সকালে গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপরে রেকর্ড করা হয়েছে।”

সদর উপজেলার নর্থ-চ্যানেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাকুর রহমান ‘এবার পদ্মার পানি দ্রুত বাড়ছে’ জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন, “এবার পদ্মার পানি যেভাবে দ্রুতগতিতে বাড়ছে তাতে দুই-এক দিনের মধ্যে আমার ইউনিয়নের অধিকাংশ এলাকা তলিয়ে যেতে পারে।”

জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন।

তিনি বলেন, “আমরা উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে সব সময় প্রস্তুত এবং সতর্ক থাকার নির্দেশ দিয়েছি। বন্যা হলে আমাদের কোনো ঘাটতি থাকবে না।”