টাঙ্গাইলে পানিবন্দি ‘৫০ হাজার’ মানুষ

উজানের ঢলে টাঙ্গাইলে যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার বিস্তীর্ণ এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।  

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2017, 08:03 AM
Updated : 9 July 2017, 05:38 PM

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাজাহান সিরাজ জানান, রোববার সকালে যমুনা নদীর পানি টাঙ্গাইলের নলীন পয়েন্টে বিপদসীমার ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত শুক্রবার থেকে শুরু হওয়া এ ঢল না থামায় প্রতিদিনই যমুনার পানি বাড়ছে বলে জানান শাজাহান।   

প্লাবিত এলাকার বেশিরভাগ রয়েছে ভুয়াপুর উপজেলার অর্জুনা ও গাবসারা ইউনিয়নে।

ভুয়াপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অর্জুনা ও গাবসারা ইউনিয়ন চরাঞ্চল ও যমুনার পাড় ঘেঁষা হওয়ায় এসব অঞ্চলের লোকজন পানিবন্দি হয়ে পড়েছে।

“গত শুক্রবার থেকে এ পর্যন্ত এসব এলাকায় অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়েছে।”

অর্জুনার বাসিন্দারা জানান, গত এক মাস ধরে এ অঞ্চলে যমুনার তীব্র ভাঙন চলছে। এতে হুমকির মধ্যে পড়েছে টাঙ্গাইল-তারাকান্দি সড়ক।

শতাধিক গ্রামের স্কুল, মাদ্রাসা, কলেজ, হাট-বাজার, মন্দির, মসজিদ, খামার ও রাস্তা-ঘাট নতুন করে ভাঙনের ঝুঁকিতে রয়েছে বলে জানান তারা।

এছাড়া যমুনার তীরবর্তী হওয়ায় গোপালপুর উপজেলার দুইটি ইউনিয়নও  প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে উপজেলার নির্বাহী কর্মকর্তা দিলরুবা শারমিন জানান।