মনিপুরের ভূমিকম্পে মৃদু কাঁপল সিলেট

সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে; তিন-চার সেকেন্ড স্থায়ী এ কম্পনের উৎপত্তিস্থল ছিল ভারতের মনিপুর রাজ্যে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2017, 07:42 AM
Updated : 2 July 2017, 07:47 AM

রোববার বেরা সাড়ে ১১টার দিকে এ কম্পনে বাড়িঘর কেঁপে ওঠে বলছেন স্থানীয়রা।

সিলেট আবহাওয়া অফিসের কর্মকর্তা সাঈদ আহমদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১১টা ২৭ মিনিট ৪৫ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৭।

সিলেট থেকে ২৮৩ কিলোমিটার দূরে মিয়ানমার সীমান্তবর্তী ভারতের মনিপুর রাজ্যের ইয়ারিপক এলাকায় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্র ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএসে বলা হয়, ৪ দশমিক ৭ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ৮৩ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পটি সিলেটে অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে সেখানে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।