কুষ্টিয়ায় আ. লীগের দুইপক্ষের সংঘর্ষে যুবক নিহত

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় প্রভাব বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। একজন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত চারজন।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2017, 01:35 PM
Updated : 18 June 2017, 03:08 PM

রোববার বিকালে উপজেলার আমলা বাজারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন এবং যুগ্ম সধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আনারুল মালিথার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান।

নিহত শাহিন (২৮) ওই এলাকার সাহার মেম্বরের ছেলে।

গুলিবিদ্ধ আতিয়ার মালিথাসহ (৪৫) তিনজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি রফিকুল বলেন, দুপুরে আনারুল মালিথা এবং কামারুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত শাহিনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

আর গুলিবিদ্ধ আতিয়ারসহ তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বের কোনো দ্বন্দ্ব ও স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আনারুল মালিথা বলেন, জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সরকারিভাবে দুইটি দেশ ভ্রমণ শেষে রোববার ফিরেছেন। ফেরার পথে তার সমর্থক ও শুভাকাংখীরা সম্বর্ধনা দিতে আসার পথে উপজেলা চেয়ারম্যান কামারুলের নেতৃত্বে একদল সশস্ত্র লোক হামলা চালায়।

“এ সময় তাদের ধারালো অস্ত্রের আঘাত ও গুলিতে একজন নিহত ও চারজন গুরুতর জখম হয়েছে।”

তবে এবিষয়ে কথা বলার জন্য উপজেলা চেয়ারম্যান কামারুলের মোবাইল ফোনে যোগাযোগ করে তা বন্ধ পাওয়া যায়।