রূপগঞ্জে গৃহবূধ হত্যার অভিযোগে স্বামী আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবূধকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2017, 06:13 PM
Updated : 17 June 2017, 06:13 PM

রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, শনিবার রাত ৮টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালীতে এ ঘটনা ঘটে।

মৃত সায়লা আক্তার সুমির (১৭) নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে রয়েছে।

গৃহবূধর বাবা সিরাজ মিয়ার বরাত দিয়ে ওসি ইসমাইল বলেন, প্রেমের সর্ম্পক থেকে ইছাখালির মারফত আলীর ছেলে জুয়েল মিয়ার (২৫) সঙ্গে সায়লার বিয়ে হয়।

“বিয়ের কিছু দিন পরই জুয়েল মাদকাসক্ত হয়ে পড়ে। এ নিয়ে তাদের মধ্যে কলহ শুরু হয়। স্থানীয়দের দেওয়া খবরে শনিবার সন্ধ্যায় সায়লা মৃতদেহ উদ্ধার করে পুলিশ।”

রাতে সিরাজ মিয়ার করা লিখিত অভিযোগে তার জামাতা জুয়েলকে জিজ্ঞাসাবাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি ইসমাইল।

সায়লাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করেছে পুলিশ।

সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিয়ের পরই জামাতা জুয়েল মেয়েকে নানাভাবে নির্যাতন করতো। জুয়েলই আমার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছে।”