সুন্দরবনে ৪ ‘জলদস্যু’ গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার 

সাতক্ষীরার শ্যামনগর এলাকায় সুন্দরবনে জলদস্যু সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2017, 10:54 AM
Updated : 16 June 2017, 10:54 AM

শুক্রবার দুপুরে হরিনগর খাল এলাকায় এ অভিযানে তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

গ্রেপ্তাররা ইতিপূর্বে নিহত ‘জলদস্যু বাহিনী প্রধান রবিউল ইসলামের’ সহযোগী বলে  জানান র‌্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার এ এম এম জাহিদুল কবীর।

গত ১০ জুন র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ‘জলদস্যু বাহিনী প্রধান রবিউল ইসলাম’ নিহত হন।

শুক্রবার দুপুরে খুলনার লবণচরায় র‌্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব কর্মকর্তা জাহিদুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে সুন্দরবনের হরিণগর খাল এলাকায় অভিযান চালায় র‌্যাব।

“এ সময় সেখানে অবস্থানরত নিহত জলদস্যু রবিউল বাহিনীর চার সদস্যকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।”

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে পাঁচটি পাইপগান, দুইটি বন্দুক, ৩৩ রাউন্ড বন্দুকের গুলি ও একটি ধারালো অস্ত্র রয়েছে বলে তিনি জানান।

র‌্যাব কর্মকর্তা জাহিদ বলেন, গ্রেপ্তার জলদস্যুরা হলো সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালীনি গ্রামের নজরুল গাইনের ছেলে মোঃ ইসরাফিল ময়না (২৫), হরিণগর গ্রামের কাদের গাজীর ছেলে জামাল গাজী (২৪), বুড়িগোয়ালীনির জালাল হাওলাদারের ছেলে মনিরুল হাওলাদার (১৮) ও সাতক্ষীরার আশাশুনির মির্জাপুর গ্রামের নুর ইসলাম সানার ছেলে গোলাম রসুল (২০)।

গ্রেপ্তারদের শ্যামনগর থানায় সোপর্দ এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।