খাবারে ‘বিষক্রিয়ায়’ তাবলীগের ১৩ জন অসুস্থ

সিরাজগঞ্জে খাবারে ‘বিষক্রিয়ায়’ অসুস্থ হয়ে তাবলীগ জামাতের ১৩ মুসল্লি হাসপাতালে ভর্তি হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2017, 07:43 PM
Updated : 15 June 2017, 07:43 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের একডালা প্রজেক্ট মসজিদে ইফতারি খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন বলে তাবলীগ জামাতের সদস্য মাওলানা শহিদুল ইসলাম জানান।

অসুস্থদের মধ্যে ১১ জনের নাম জানা গেছে। তারা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলা সদরের মো. ফিরোজ (৬০), একই এলাকার মো. রবিউল (২০), ফয়সাল,  ফরহাদ হোসেন, আরাফাত (১৫), বাদুয়াপাড়ার রেজাউল, গোলাম রব্বানী, হাসান, নাজমুল (১৭), জুয়েল ও শহিদুল ইসলাম।

অসুস্থ মাওলানা শহিদুল জানান,  তারা ৪০ দিনের চিল্লায় কুমিল্লা থেকে এক মাস আগে সিরাজগঞ্জে আসেন। সন্ধ্যায় ইফতার খেয়ে অসুস্থ হয়ে পড়লে রাত ৯টার দিকে তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি নেয়া হয়। 

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রোকন উদ্দিন বলেন, তারা সবাই খাবারে বিষক্রিয়ায় অসুস্থ হয়েছেন বলে ধারনা করা হচ্ছে। বর্তমানে তারা ভালো আছেন। তবে পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে।