দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা বরখাস্ত

অনুমতি ছাড়া পরীক্ষার ফলাফল সংশোধন করে প্রকাশের অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।  

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2017, 04:21 PM
Updated : 13 June 2017, 03:55 AM

আইসিটির বিভাগের পরিচালক মোমিনুল ইসলাম জানান, রোববার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বরখাস্ত করার কথা জানানো হয়।

বরখাস্ত আনোয়ার হোসেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি (আইসিটি) বিভাগের সিনিয়র প্রোগামার।

পরিচালক মোমিনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ২০১৪ সালের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ফলাফল সংশোধন, প্রস্তুত ও প্রকাশ করার অভিযোগে আনোয়ার হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

“গত ৩ জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৮০তম সিন্ডিকেট সভায় তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত এবং কার্যকর হয়। এ ছাড়া বিষয়টি খতিয়ে দেখতে একই সভায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়।”

বরখাস্ত থাকাকালে আনোয়ার খোরাকিভাতা পাবেন বলে জানান পরিচালক মোমিনুল।