দেড়ঘণ্টা পর ছেড়ে গেছে উপকূল এক্সপ্রেস

নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ইঞ্জিন বিকল হয়ে থেমে যাওয়ার দেড়ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে গন্তব্যে ছেড়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2017, 05:44 AM
Updated : 11 June 2017, 10:04 AM

ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন মাস্টার মো. শোয়েব জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ট্রেনটি কসবার ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছানোর পর রোববার সকাল ১০টার দিকে ইঞ্জিন বিকল হয়ে যায়।

“আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন গিয়ে বিকল ইঞ্জিনটি সরিয়ে নেয় এবং দেড়ঘণ্টা পর একটি নতুন ইঞ্জিন লাগিয়ে উপকূল এক্সপ্রেসকে গন্তব্যের উদ্দেশ্যে নিয়ে যায়।”

তবে ডাবল লাইন থাকায় ঢাকা-চট্টগ্রাম বা চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানান তিনি।

এর আগে শনিবার রাতে মৌলভীবাজারের লাউয়াছড়া বনে লাইনের ওপর একটি গাছ ভেঙে পড়লে তার সঙ্গে ধাক্কা লেগে একটি ডেমু ট্রেন লাইনচ্যুত হয়।

রিলিফ ট্রেন গিয়ে গাছ সরিয়ে লাইনচ্যুত বগি উদ্ধারের পর সকাল সাড়ে ৮টার দিকে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল আবার শুরু হয়।