ফেনীর অপহৃত ব্যবসায়ী উদ্ধার নোয়াখালীতে

ফেনীর দাগনভূঞা থেকে অপহরণের কয়েকঘণ্টার মধ্যে এক ব্যবসায়ীকে নোয়াখালীতে উদ্ধার করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2017, 02:28 PM
Updated : 9 June 2017, 02:28 PM

এ সময় অপহরণে জড়িত অভিযোগে চার জনকে আটক এবং তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার সেনবাগ উপজেলার রাস্তার মাথা এলাকা থেকে জালাল আহম্মেদ ছুট্টু মিয়াকে উদ্ধার করা হয়েছে। তিনি দাগনভূঞা উপজেলার সেকান্তরপুর গ্রামের বাসিন্দা।

সকালে নিজ বাড়ি থেকে ছুট্টু মিয়াকে অপহরণ করা হয় বলে পুলিশ জানিয়েছে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ জালাল আহম্মেদ ছুট্টু মিয়াকে উদ্ধার করে।

তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি লাইট গান (এলজি), সাত রাউন্ড গুলি, সাতটি হাতবোমা, দুটি কিরিচ ও অপহরণকাজে ব্যবহৃত একটি বড় মাইক্রোবাস উদ্ধার করা হয় বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

গ্রেপ্তাররা হলেন- সেনবাগের কাবিলপুর ইউনিয়নের ডুমনাকান্দি গ্রামের আনোয়ার হোসেন শিপন (৩৮), মমিনুল হক মিন্টু (২৮), দক্ষিণ সাহাপুর গ্রামের হুমায়ুন কবির সোহেল (৩৭) ও মোহাম্মদপুর গ্রামের হুমায়ুন কবির (৪০)।

তাদের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও অপহরণের ঘটনায় পৃথক মামলা হয়েছে বলে জহিরুল ইসলাম জানান।