ফরিদপুরে শিশু হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ফরিদপুরে ছয় বছর আগে এক শিশুকে হত্যার দায়ে তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই জনকে খালাস দিয়েছে আদালত।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2017, 07:45 AM
Updated : 6 June 2017, 07:45 AM

ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন  হেমায়েত হোসেন (২৬), আক্তার মুন্সি (৩২) ও  শিপন সরদার (২৬)।

খালাসপ্রাপ্তরা হলেন বুলু সরদার ও সাকেন সরদার।

তাদের সবার বাড়ি বোয়ালমারী উপজেলার হাসামদিয়া এলাকায়। রায় ঘোষণার সময় হেমায়েত হোসেন আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক। 

দণ্ডিতদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড; অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী স্বপন কুমার পাল জানান।

মামলার বিবরণে বলা হয়, বোয়ালমারী উপজেলার হাসামদিয়া এলাকার হারুন অর রশিদের আট বছর বয়সী ছেলে তাজ মোহাম্মদকে ২০১১ সালের ১৬ জুন অপহরণ করা হয়।

দুইদিন পর রাজবাড়ীর পাংশা উপজেলার লক্ষণদিয়া গ্রামের একটি পাটক্ষেত থেকে তাজের লাশ উদ্ধার করা হয়।

ওই দিন তাজের বাবা বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ পাঁচজনের বিরদ্ধে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।