দানেশে ছাত্রী যৌন হয়রানিতে জড়িত শিক্ষকের শাস্তি দাবি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দুই ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ এবং জড়িত শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2017, 12:49 PM
Updated : 5 June 2017, 12:50 PM

সোমবার বেলা ১১টায় বিশ্বাবিদ্যালয় ক্যাম্পাসে এ মানববন্ধন করে তারা।

এ সময় তারা ইংরেজি বিভাগের শিক্ষক দীপক কুমার সরকারকে বরখাস্তসহ শাস্তিমূলক ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানায় শিক্ষার্থীরা। তাছাড়া ওই শিক্ষকের কুশপুত্তলিকাও দাহ করে।

গত বছর সেপ্টম্বরে ইংরেজি বিভাগের দুই ছাত্রী শিক্ষক দীপক কুমার সরকারের বিরুদ্ধে যৌন হয়রানি-মানসিক নির্যাতনের লিখিত অভিযোগ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে।

অভিযোগ পেয়ে সোস্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন অধ্যাপক ফাহিমা খানমকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তদন্তে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানান তদন্ত কমিটির সদস্য প্রক্টর এটিএম শফিকুল ইসলাম।

প্রতিবেদন জমা হলেও এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।