‘আ. লীগের অনুষ্ঠানে উপস্থিতি’, বগুড়ায় বিএনপি নেতাকে শোকজ

আওয়ামী লীগের কর্মসূচিতে উপস্থিত থাকার অভিযোগ তুলে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনকে কারণ ব্যাখ্যা করতে বলেছে কেন্দ্রীয় কমিটি।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2017, 03:29 PM
Updated : 2 June 2017, 03:58 PM

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত শোকজ নোটিশটি হাতে পাওয়ার কথা শুক্রবার নিশ্চিত করেছেন জয়নাল আবেদীন চাঁন।

নোটিশে বলা হয়, ‘‘দলের দায়িত্বশীল পদে থেকেও গত ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৩৬তম শাহাদৎ বার্ষিকীর অনুষ্ঠানের বদলে আওয়ামী লীগের একটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন। আপনার বিরুদ্ধে পাওয়া অভিযোগ দলীয় শৃংখলাবিরোধী কর্মকাণ্ড।

“আপনার বিরুদ্ধে এ বিষয়ে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কারণ লিখিতভাবে দলের মহাসচিব বরাবর নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে প্রেরণের নির্দেশ প্রদান করা হলো। ’’

জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাবি করে সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘সেদিনের অনুষ্ঠানে আমার উপস্থিতির সংবাদ স্থানীয়, জাতীয় পত্র- পত্রিকায় প্রচারিত হয়েছে। তাই বুঝতে পারছি না কেন্দ্রীয় নেতাদের চোখে সেটা কেন পড়লো না ?”

৩০ মে বগুড়ায় আওয়ামী লীগের কোনো অনুষ্ঠান ছিল না বলে জানান তিনি।