সিলেটে ফুটপাত থেকে হকার উচ্ছেদ

আদালতের নির্দেশে সিলেট নগরীর ফুটপাত দখলমুক্ত ও হকার উচ্ছেদে অভিযান শুরু করেছে সিটি করপোরেশন।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2017, 10:02 AM
Updated : 1 June 2017, 10:02 AM

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে জিন্দাবাজার, বন্দরবাজার, কোর্ট পয়েন্ট এলকায় এ অভিযান চালানো হয়।

এ সময় হকারদের উচ্ছেদ করে তাদের ব্যবহৃত মালামাল জব্দ করে সিটি করপোরেশন।

গত ২৫ মে সিলেট জেলা আইনজীবী সমিতির আবেদনে সিলেটের মুখ্য মহানগর হাকিম সাত দিনের মধ্যে নগরীর ফুটপাত দখলমুক্ত ও হকার উচ্ছেদ করার নির্দেশ দেন।

মেয়র আরিফুল বলেন, আদালতের নির্দেশ বাস্তবায়নে কাজ শুরু করেছে সিটি করপোরেশন ও পুলিশ।হকারদের সঙ্গে কথা বলে আদালতের নির্দেশ বাস্তবায়নের জন্য বলা হয়েছে। তারা ফুটপাত ছেড়ে চলে গেছে।

উচ্ছেদ করা হকারদের পুনর্বাসনের কাজ শুরু করা হবে বলে জানান তিনি।

দীর্ঘ দিন ধরে নগরীর কোর্ট পয়েন্ট, জিন্দান্দা বাজার, বন্দরবাজার, চৌহাট্রা, আম্বরখানা, আদালত প্রাঙ্গণ, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, সিটি করপোরেশন কার্যালয়, বন্দর পুলিশ ফাঁড়ি এলাকার ফুটপাত দখল করে ব্যবসা করে আসছিল হকাররা। এতে চলাফেরায় চরম দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে।