বেনাপোলে ৬ স্বর্ণের বারসহ যুবক আটক

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ছয়টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2017, 12:35 PM
Updated : 27 May 2017, 03:31 PM

শনিবার দুপুরে বেনাপোলের গাতিপাড়া সীমান্তের আম বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে বিজিবির দৌলতপুর ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুস সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

আটক মনিরুজ্জামান (৩০) বেনাপোলের বড়আঁচড়া গ্রামের গোলজার হোসেনের ছেলে।

সুবেদার আব্দুস সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোনার একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন খবর পেয়ে বিজিবির টহলদল মনিরুজ্জামানকে আটক করে।

“পরে তার দেহ তল্লাশি করে ছয়টি সোনার বার পাওয়া যায়; যার ওজন এক কেজি ৩৮০ গ্রাম। বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।”

উদ্ধার স্বর্ণ বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হবে বলেও তিনি জানান।

এ ব্যাপারে মামলার পর মনিরুজ্জামানকে পুলিশের কাছে হস্তান্তর করো হয়েছে বলে জানায় বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান।