মাগুরার আদালতে কয়েদিদের জন্য দুপুরের খাবার

আড়াই শতাধিক বছরের ব্রিটিশ প্রথা ভেঙে মাগুরার অদালতে বিচার প্রার্থী কয়েদিদের দুপুরের খাবার দেওয়া হচ্ছে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2017, 11:43 AM
Updated : 26 May 2017, 11:43 AM

মাগুরার জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এ উদ্যোগ নেন বলে জানান আদালত পরিদর্শক সাহজাহান সিরাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সম্প্রতি মাগুরা জেলা কারাগার পরিদর্শন করেন শেখ মফিজুর রহমান। এরপর ২০ মে জজ আদালত সম্মেলন কক্ষে মুখ্য বিচারিক হাকিম এসএম মশিউর রহমানের সভাপতিত্বে এক সভায় কয়েদিদের দুপুরে খাবার দেওয়ার সিদ্ধান্ত হয়। করাগার থেকে আদালতে খাবার নেওয়ার জন্য পরিবহনের ব্যবস্থা করছে পুলিশ।

২১ মে থেকে আদালতে আসা কয়েদিদের দুপুরের খাবার দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

আদালতের পিপি কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্রিটিশ আমল (১৭৫৭-১৯৪৬) থেকে কয়েদিদের সকালে রুটি ও গুড় দেওয়া হয়। দুপুরে ও রাতে দেওয়া হয় ভাত।

“কিন্তু যেসব আসামিকে সকালে নাশতার পর আদালতে আনা হয় তাদের সারাদিন কোনো খাবার দেওয়া হয় না। জেলখানায় ফিরিয়ে নিয়ে প্রায়ই সন্ধ্যায় বা তারও পরে খাবার দেওয়া হয়। এখন জেলখানা খেকে দুপুরের খাবার আসায় তাদের আর সারাদিন অভুক্ত থাকতে হচ্ছে না।”