‘ফাও খাওয়া’ নেতাকে হল থেকে তাড়াল ছাত্রলীগ

ভর্তি পরীক্ষায় জালিয়াতি, চাঁদাবাজি, ছিনতাই, ডাইনিংয়ে ফাও খাওয়াসহ বিভিন্ন অভিযোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক নেতাকে হল থেকে তাড়িয়েছে সংগঠনের অন্য নেতাকর্মীরা।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2017, 03:41 PM
Updated : 23 May 2017, 03:41 PM

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামকে সোমবার রাতে শাহপরান হল থেকে বিতাড়িত করা হয় বলে জানান ওই কমিটির সাধারণ সম্পাদক ইমরান খান।

নজরুল হলের এ ব্লকের ২০৭ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী।

ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে গত ৮ এপ্রিল বহিরাগত এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠলে বিশ্ববিদ্যালয় শাখার কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় কমিটি।

ওই কমিটির সহ-সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, ২০১৬-১৭ সেশনে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা জালিয়াতির হোতা হচ্ছে নজরুল। তার চক্রান্তেই ভর্তি পরীক্ষায় জালিয়াতি হয়েছে।

“এছাড়া সে টঙে চাঁদাবাজি, বহিরাগতদরে কাছ থেকে টাকা আদায়, ডাইনিংয়ে ফাও খাওয়াসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত।”

ইমরান বলেন, “নজরুলের বিরুদ্ধে অনেক অভিযোগের ভিত্তিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে তাকে হল থেকে বের করে দিয়েছেন। আমরা বিষয়টি পর্যালোচনা করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করব।” 

এ বিষয়ে জানার জন্য নজরুল ইসলামের মোবাইল ফোনে কল করা হলে তিনি তা রিসিভ করনেনি।

এ বিষয়ে শাহপরান হলের প্রভোস্ট শাহেদুল হোসাইন বলেন, “আমি বিষয়টি জানি না। নজরুল হলের বৈধ শিক্ষার্থী ছিল কি না তা জেনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”