বিচার বিভাগ স্বাধীন, বিচারকরা স্বাধীন না: প্রধান বিচারপতি

বিচার বিভাগ স্বাধীন হলেও বিচারকদের ক্ষমতা আইনের দ্বারা সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2017, 12:41 PM
Updated : 18 May 2017, 12:41 PM

বৃহস্পতিবার টাঙ্গাইলে আইজীবীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীন, কিন্তু বিচারকরা স্বাধীন না।

“আমরা বিচারকরা নিয়ন্ত্রণ আনি। আমাদের কিছু পদ্ধতি আছে, দিক নির্দেশনা আছে, যার বাইরে যেতে পারি না। আমরা আইনের বাইরে কোনো কাজ করতে পারি না। আইনের দ্বারা আমাদের ক্ষমতা সীমাবদ্ধ।”

প্রধান বিচারপতি বলেন, মানব সভ্যতার চাবিকাঠি হলো একটি দেশের ন্যায় বিচার। একটি দেশ সুন্দর হয় সে দেশের বিচার বিভাগের উপর।

এই প্রতিষ্ঠানে যেই থাকুক তার প্রতি সম্মান রাখা মানে সংবিধানকে সম্মান রাখা। একজন বিচারককে সম্মান না করা মানে সংবিধানকে অসম্মান করা বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আপনারা যদি সংবিধানকে বিশ্বাস করেন, সংবিধানের প্রতি আস্থা রাখেন, বিচার বিভাগের প্রতি আস্থা রাখেন তাহলে বিচার বিভাগে যারা আছেন তাদের প্রতি সম্মান রেখে কথা বলতে হবে। তাহলে দেশের অন্যায়-দুর্নীতি অনেক কমে যাবে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেন, সিনিয়র জেলা জজ রবিউল হাসানও উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু রায়হান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে কয়েকশ আইনজীবী উপস্থিত ছিলেন।