যাত্রীবেশে ডাকাতি, সিরাজগঞ্জে আটক ৬

মহাসড়কে মাইক্রোবাসে ডাকাতির অভিযোগে সিরাজগঞ্জে ছয়জনকে আটক করেছে পুলিশ; জব্দ করা হয়েছে একটি মাইক্রোবাস।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2017, 06:54 AM
Updated : 17 May 2017, 06:54 AM

জেলার হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী জানান, মঙ্গলবার রাতে হাটিকুমরুল মোড় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন - পাবনার সুজানগরের দইপাড়ার তাজুল সেখের ছেলে ঝন্টু (৩৫), মানিকহাট গ্রামের সোহরাব আলীর ছেলে হাফিজুর রহমান (২৬), হাটখালির জালাল খাঁর ছেলে একরাম হোসেন (২৪), আব্দুল জব্বারের ছেলে আব্দুল আলিম (৩৫), উদয়পুরের কফিল উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৩২) ও মানিকগঞ্জ সদরের খালাসপুর গ্রামের বিল্লাল ফকিরের ছেলে আল-মামুন (২৮)।

ওসি কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাটিকুমরুল মোড়ে যাওয়ার জন্য পাবনা থেকে মাইক্রোবাসে ওঠেন সিরাজগঞ্জের দুইজন ও পাবনার কাশিনাথপুরের একজন।

“রাস্তায় তাদের মারধর করে মোবাইল ফোন, টাকা ও গায়ের কাপড়চোপড় কেড়ে নিয়ে নামিয়ে দেওয়া হয়। পরে দুই যাত্রী হাটিকুমরুল মোড়ে মাইক্রোবাসটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।”

এরপর পুলিশ অভিযানে নামে।

ওসি কাদের বলেন, পুলিশ গিয়ে যাত্রীবেশী চারজন ও চালককে মাইক্রোবাসে দেখতে পায়। তাদের তথ্যের ভিত্তিতে রাতেই পাবনার একটি হোটেলে অভিযান চালিয়ে আরেকজনকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় ডাকাতি হওয়া একটি মোবাইল, কাপড়চোপড় ও টাকাসহ লুণ্ঠিত মালপত্র।

“এই ডাকাতরা মাইক্রোবাসে যাত্রীবেশে বসে থাকে। পথে যাত্রী উঠলে তার সর্বস্ব কেড়ে নিয়ে ফাঁকা জায়গায় নামিয়ে দেয়।”