সুন্দরবনে অস্ত্রসহ দুই ‘বনদস্যু’ গ্রেপ্তার

সুন্দরবনে অস্ত্রসহ দুই ‘বনদস্যুকে’ গ্রেপ্তার করেছে র‌্যাব।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2017, 02:59 PM
Updated : 6 May 2017, 02:59 PM

শনিবার দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়ার খাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর আদনান কবির।

এরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার সুলতানিয়া গ্রামের আবু তালেব শেখের ছেলে মো. খলিল শেখ ওরফে রাঙ্গা মিঞা (৩২) এবং একই উপজেলার কালিকাপ্রসাদ গ্রামের কাওছার আলী মোল্লার ছেলে মো. নজরুল ইসলাম মোল্লা (৪২)।

এরা বনদস্যু বড় ভাই বাহিনীর সক্রিয় সদস্য বলে দাবি করেছে র‌্যাব।

এসময় তাদের কাছ থেকে একটি একনলা, একটি দোনালা বন্দুক এবং দুটি কাটা রাইফেল ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মেজর আদনান বলেন, দুপুরে নিয়মিত টহলের সময় র‌্যাবের একটি দল দূরবীণ (বাইনোকুলার) দিয়ে জোংড়ার খাল এলাকায় কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখে। পরে র‌্যাব সদস্যরা সেখানে গেলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে।

“এসময় ধাওয়া করে দুজনকে অস্ত্রসহ ধরে ফেললেও অন্যরা পালিয়ে যায়।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বনদস্যু বড় ভাই বাহিনীর সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে বলে জানিয়েছেন এই র‌্যাব কর্মকর্তা।