আনসারুল্লাহ বাংলা টিমের ‘উত্তরাঞ্চলীয় প্রধান’ গ্রেপ্তার

আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, যাকে নিষিদ্ধ ওই সংগঠনের ‘উত্তরাঞ্চলীয় প্রধান’ বলছে র‌্যাব।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2017, 02:25 PM
Updated : 4 May 2017, 02:26 PM

বৃহস্পতিবার রংপুর শহরের কেরানীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-১৩ রংপুরের অধিনায়ক এ টি এম আতিকুল্লাহ। 

গ্রেপ্তার জাহিদ হাসান ওরফে জায়েদ আল আনসার (২৫) ওই এলাকার আব্দুল্লাহর ছেলে।

ভোরে জাহিদকে গ্রেপ্তার করা হলেও বিকাল সাড়ে ৫টায় সংবাদ সম্মেলন করে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব কর্মকর্তা আতিকুল্লাহ।

সাংবাদিকদের তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- আনসারুল্লাহ বাংলা টিমের উত্তরাঞ্চলের প্রধান জাহিদের নেতৃত্বে সংগঠনটির কয়েকজন সদস্য প্রাথমিকভাবে জঙ্গি মতবাদে উদ্বুদ্ধ হয়ে অনলাইনে সংগঠিত হয়। তারা পরস্পরের মাধ্যমে বিশ্বাস স্থাপনের পর জাহিদ আনসারুল্লাহ বাংলা টিমের উত্তরাঞ্চলের প্রধান মনোনীত হন।

“এছাড়াও দলের সদস্যদের মধ্যে তারা বিভিন্ন দায়িত্ব বণ্টন করে। তাদের একজন সদস্য সকলকে একত্রিত হওয়ার জন্য স্থান নির্বাচন ও বাসা ভাড়া করেন। অপর একজন সদস্য বিভিন্ন দেশীয় অস্ত্র সংগ্রহ করেন।”

নতুন আবাসস্থলে একত্রিত হয়ে নতুন করে হামলার পরিকল্পনা করা তাদের উদ্দেশ্য ছিল জানিয়ে র‌্যাব কর্মকর্তা বলেন, “জাহিদ ইন্টারনেটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে যোগাযোগ করে বোমা তৈরির কৌশল শেখেন।”

দীর্ঘদিন উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত থাকার পর বুধবার রাতে তিনি বাড়িতে আসেন বলে জানান তিনি।

তবে বাকি সদস্যদের নাম জানাতে রাজি হননি ওই র‌্যাব কর্মকর্তা।