নওগাঁয় কালবৈশাখীর তাণ্ডবে ফসল ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি   

নওগাঁয় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2017, 12:45 PM
Updated : 2 May 2017, 12:45 PM

রানীনগর, সাপাহার, পোরশা, বদলগাছী, পত্নীতলা ও সদর উপজেলায় ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, গাছপালা উপড়ে গেছে এবং অন্তত এক হাজার হেক্টর জমির বোরো ফসলের ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে বয়ে যাওয়া ঝড়ে রানীনগর উপজেলা সব চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেহেদী হাসান।

তিনি বলেন, “প্রায় ৩০ মিনিট ধরে চলা এ ঝড়ে উপজেলার শতাধিক কাঁচা-পাকা ঘরের টিন উড়ে গেছে; ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা। এছাড়া বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়।”

ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রয়োজনীয় সহায়তা ও ত্রাণ দেওয়া হবে বলে জানান তিনি।

রানীনগর উপজেলার আবাদ পুকুর মহাবিদ্যালয়ের ছয়টি শ্রেণিকক্ষের চাল উড়ে গেছে উল্লেখ করে কলেজটির অধ্যক্ষ মাসুদরানা বলেন, এতে তাদের প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সত্যব্রত সাতা জানান, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি। তালিকা করে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা ও ত্রাণ দেওয়া হবে।