চাঁপাইনবাবগঞ্জে দুই মামলায় দুজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ ও মাদক আইনের দুটি মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2017, 08:40 AM
Updated : 24 April 2017, 08:56 AM

নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান সোমবার আসামিদের অনুপস্থিতিতে এ দুই মামলার রায় ঘোষণা করেন।  

ধর্ষণ মামলায় দণ্ডিত আব্দুল মালেক (৪৫) শিবগঞ্জ উপজেলার ধাইনগর গ্রামের শামসুলের ছেলে।

মাদক মামলায় দণ্ডিত রাসেল (২৫) সদর উপজেলার আমনুরা বাজার এলাকার ফজলুর রহমানের ছেলে রাসেল (২৫)।

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামি আব্দুল মালেককে এক লাখ টাকা ও রাসেলকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমানআরা বেগম জানান।

মামলার বিবরণে বলা হয়, ধাইনগর গ্রামের এক তরুণীকে ২০১১ সালের ৬ নভেম্বর ধর্ষণ করে মালেক।  পরে মেয়েটির মা শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

তদন্ত শেষে এসআই জাহাঙ্গীর আলম ২০১২ সালের ১ জানুয়ারি মালেকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচার কাজ শুরু হয় বলে আঞ্জুমানআরা জানান।

অন্য মামলায় বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ২০১৩ সালের ২৪ জানুয়ারি রাসেলের বাড়িতে অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ রাসেল ও তার মাকে আটক করে।

ওই দিনই সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লুতফর রহমান ২০১৩ সালের ২২ এপ্রিল আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দিলে বিচার কাজ শুরু করে আদালত।

অভিযোগ প্রমাণ না হওয়ায় রাসেলের মাকে খালাস দেওয়া হয় বলে রাষ্ট্রপক্ষের এ আইনজীবী জানান।