পিরোজপুরে ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন

পিরোজপুরে চার বছর আগে এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে দুই যুবককে যাবজ্জীবন ও একজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2017, 09:57 AM
Updated : 23 April 2017, 10:50 AM

রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান  আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার কালিকাঠি এলাকার শহিদুল ইসলাম ফরিদ মহাজনের ছেলে তছলিম হাসান বাপ্পি (১৯), একই এলাকার ইনছাফ আলী মহাজনের ছেলে ইমরান মহাজন (১৮)।

কারাদণ্ডের পাশাপাশি দুজনকে এক লাখ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে এক বছরের কারাদণ্ড দিয়েছেন।

সাত বছর দণ্ডপ্রাপ্ত হলেন বাপ্পির বাবা শহিদুল ইসলাম ফরিদ মহাজন (৪৫)। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো.আলাউদ্দিন জানান, ইমরানের সহযোগিতায় ২০১৩ সালের ২ জানুয়ারি রাতে বাপ্পি প্রতিবেশী এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে।

“এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের প্রলোভন দেখিয়ে বাপ্পির বাবা শহিদুল মেয়েটিকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে গর্ভপাত করিয়ে আনার পর বাড়ি থেকে তাড়িয়ে দেন।”

এ ঘটনায় ওই বছরের ৩ জুন মেয়েটির বাবা সদর থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ একই বছরের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র  দেয়।