শরীয়তপুরে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর

শরীয়তপুরের নড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ এবং বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের ঘটনা ঘটেছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2017, 01:18 PM
Updated : 16 April 2017, 01:18 PM

রোববার উপজেলার রাজনগর ইউনিয়নের আন্ধারমানিক বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে নড়িয়া থানার ওসি মো. ইকরাম আলী মিয়া জানান।

এ ঘটনার পর ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ।

ওসি জানান, উপজেলার রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জাকির হোসেন গাজীর সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সিদ্দিক খা ও ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবু আলম মাদবর পক্ষের বিরোধ চলে আসছে।

“এ নিয়ে শনিবার বিকালে দুই পক্ষের লোকজন রাজনগর আন্ধারমানিক বাজারে মহড়া দেয়। রোববার সকালে এক পক্ষ অপর পক্ষের ঘরবাড়িতে হাত বোমার হামলা চালায়।”

তিনি বলেন, এরপর দুই পক্ষ মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও দুই শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এতে অন্তত ২০ জন আহত হয়েছে।

এসময় ১০টি ঘরবাড়ি ভাংচুর ও আন্ধারমানিক বাজারে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয় বলে জানান ওসি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।