জামালপুরে ‘মনোরোগে’ ২০ শিক্ষার্থী অসুস্থ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেরায় একটি বিদ্যালয়ে একটি মনোরোগে আক্রান্ত হয়ে অন্তত ২০ শিক্ষার্থী অসুস্থ হয়েছেন।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2017, 02:22 PM
Updated : 12 April 2017, 02:23 PM

বুধবার বেলা সাড়ে ১১টার পর দেওয়ানগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

তবে এরা সবাই শঙ্কামুক্ত এবং এতে চিন্তিত হওয়ার কিছু নেই বলে চিকিৎসক জানিয়েছেন।

দেওয়ানগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান জানান, পঞ্চম শ্রেণির বাংলা ক্লাস নেওয়ার সময় শিখা (১১) নামে এক শিক্ষার্থী হঠাৎ বেঞ্চ থেকে পড়ে যায়।

“তারপর একে একে পঞ্চম ও তৃতীয় শ্রেণির অন্তত ২০ জন অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে ১৫ জনকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এবিএম শফিকুর রহমান বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘মাস সাইকোজেনিক ইলনেসে’ আক্রান্ত হয়েছে। ভয়ের কেনো কারণ নেই। শিক্ষার্থীরা সুস্থ হয়ে উঠছে।

তৃতীয় শ্রেণির ছাত্র ইমামুল, ছাত্রী কাজল, পঞ্চম শ্রেণির মিজানুর, যুঁথি, নোমান, বাপ্পী, আশরাফ, নাঈম, মজিদ, এনামুল ও মুক্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে বলে জানান তিনি।

স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ শিশুদের দেখতে যান। এ সময় তিনি তাদের চিকিৎসার বিষয়ে কথা বলেন।