যশোরে গুলিবিদ্ধ ২ লাশ

যশোরের চৌগাছা উপজেলায় দুইজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2017, 04:16 AM
Updated : 12 April 2017, 05:37 AM

চৌগাছা থানার এসআই অনীল মুখার্জি জানান, মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার ফুলসারা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন - মাদক বিক্রেতা বলে পরিচিত যশোর শহরের একসের আলী (৪০) ও তার কারচালক সহিদুল।

এসআই অনীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ২টার দিকে তারা খবর পান উপজেলার ফুলসারায় দুই দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে।

“আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি লাশ পড়ে থাকতে দেখে। এছাড়া ঘটনাস্থলে একটি ওয়ান শুটারগান, একটি গুলি ও ১৫০ বোতল ফেনসিডিল পাওয়া গেছে।”

লাশ উদ্ধারের সময় পুলিশ তাদের পরিচয় জানে না বলে দাবি করলেও বেলা ১১টার দিকে পরিচয় উদঘাটনের খবর দেয়।

অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আবু সরোয়ার বলেন, একসের আলীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ২১টি মামলা রয়েছে। তার মধ্যে ৮টিতে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

একসের আলীর ভাই সেরেস্তা আলী ও বোন নূরজাহান বেগম বলছেন, একসের আলী যশোর শহরের পালবাড়িতে থাকতেন। মঙ্গলবার সকাল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

এদিকে মঙ্গলবার সকালে একসেরকে পলাতক দেখিয়ে একটি মাদক মামলা হওয়ার খবর দিয়েছে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকালে যশোর শহরের মুড়ুলি থেকে একটি ট্রাকসহ ৩৬০০ বোতল ফেনসিডিল আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্ত ও বিজিবি সদস্যরা।

“এ ঘটনায় একসের আলী ও ট্রাকচালককে পলাতক দেখিয়ে আসামি করা হয়।”

পুলিশ লাশ উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।