খুলনায় ‘অস্ত্র উদ্ধারে গোলাগুলি’, যুবক আহত

খুলনা নগরীতে ‘অস্ত্র উদ্ধারের সময়’ পুলিশের সঙ্গে কথিত গোলাগুলিতে এক যুবক আহত হয়েছেন, যাকে সন্ত্রাসী বলছে পুলিশ।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2017, 06:23 AM
Updated : 9 April 2017, 06:24 AM

রোববার সোনাডাঙ্গা থানার বয়রা টেক্সটাইল মিল মাঠে এ ঘটনায় দুই এসআইও আহত হয়েছেন বলে পুলিশের দাবি।  

আহত শামীম ওরফে টুন্ডা শামীম (২৮) নগরীর রেলওয়ে কমার্শিয়াল কলোনির মৃত মজিবর রহমান শেখের ছেলে।

আহত পুলিশের দুই এসআই হলেন পল্লব কুমার সরকার ও সঞ্জীব কুমার মন্ডল। তিনজনকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক বলেন, ‘সন্ত্রাসী’ টুন্ডা শামীমকে শনিবার  রাতে নগরীর বানরগাতি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে সোনাডাঙ্গা থানায় জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে অস্ত্র থাকার কথা জানান।

“তার দেওয়া তথ্য মতে রোববার ভোরে টেক্সটাইল মিল মাঠের একটি ঝোপের মধ্য থেকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে ফেরার সময় শামীরের সহযোগীরা পুলিশের উপর গুলি চালায়।”

ওসি বলেন, এ সময় আত্মরক্ষার্থে পুলিশ ১০ রাউন্ড শটগানের গুলি চালালে ‘সন্ত্রাসীরা’ পালিয়ে যায়। গোলাগুলির সময় শামীমের ডান হাঁটুতে গুলিবিদ্ধ হয়। এছাড়া এসআই পল্লব কুমার সরকার ও এসআই সঞ্জীব কুমার মন্ডল আহত হন।

শামীমের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, বিস্ফোরক ও মারামারিসহ অন্তত আটটি মামলা রয়েছে বলে জানান ওসি মমতাজুল।