নির্বাচনের জন্য আস্থার পরিবেশ তৈরি হয়েছে: সিইসি

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা বজায় রাখতে সক্ষম হওয়ায় নির্বাচনের জন্য আস্থার পরিবেশ তৈরি হয়েছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2017, 12:51 PM
Updated : 8 April 2017, 12:51 PM

শনিবার দুপুরে জামালপুর জেলা সার্ভার স্টেশন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে।নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা বজায় রাখতে সক্ষম হওয়ায় নির্বাচনের জন্য আস্থার পরিবেশ তৈরি হয়েছে।

“নির্বাচন কমিশন রাজনৈতিক নেতাদের উপর প্রভাব ফেলতে পারে না।তবে নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে পারে।”

আগামী নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা ও দায়রা জজ সায়েদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুন, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও সাংবাদিক শফিক জামান।