প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানে সহপাঠীকে কুপিয়ে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক কলেজছাত্রীকে কুপিয়ে হত্যার দায়ে সহপাঠীকে মৃত্যুদণ্ড দিয়েছে জামালপুরের এক আদালত।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2017, 11:43 AM
Updated : 30 March 2017, 12:51 PM

বৃহস্পতিবার বিকালে জামালপুর জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খান আসামির উপস্থিতিতে এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. মাহমুদুল হাসান (২৩) ময়মনসিংহের কেওয়াটখালী বলাশপুর এলাকার ড. আব্দুল বাকীর ছেলে।

একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান আদালতের পিপি নির্মল কান্তি ভদ্র।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, জামালপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিসারিজ কলেজের ছাত্রী মমতাজ বেগম মিমিকে (২২) প্রেমের প্রস্তাব দেন সহপাঠী মাহমুদুল হাসান।

“প্রস্তাবে রাজি না হওয়ায় ২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারি ভোরে কলেজের ছাত্রী নিবাসের বাথরুমের ভেন্টিলেটার ভেঙে ভেতরে ঢুকে ওই ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেন মাহমুদুল।”

এ ঘটনায় ছাত্রী নিবাসের তত্ত্বাবধায়ক মো. ফরহাদ আলী বাদী হয়ে মাহমুদুলকে আসামি করে মেলান্দহ থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০০৯ সালের ১৫ মার্চ আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

 ২৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেয় বলে জানানা পিপি।