ইয়াবাসহ মিয়ানমারের ৭ নাগরিক আটক

টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে একটি ট্রলার থেকে ইয়াবা ট্যাবলেটসহ মিয়ানমারের সাত নাগরিককে আটক করেছে কোস্টগার্ড।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2017, 03:31 PM
Updated : 26 March 2017, 03:31 PM

রোববার এ অভিযান চালানো হয় বলে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তাসকিন রেজা জানান।

আটকরা হলেন,  মিয়ানমারের আকিয়াবেব দেবাইন আব্দুল জলিল (৪০), মজি রহমান (২৮), আব্দুল মালেক (৬০), শহিদুল আমিন (৫০),  রফিক  মোহাম্মদ (৪৫), মোহাম্মদ আয়াজ (২৫) ও গনি (৩০)।

কমান্ডার তাসকিন বলেন, সাগরপথে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে কোস্টগার্ডের একটি দল দুপুরে সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবস্থান নেয়। এক পর্যায়ে ইঞ্জিন চালিত একটি ট্রলার বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে দেখে কোস্টগার্ড সদস্যরা থামার জন্য সংকেত দেয়।

“ট্রলারটিকে ধাওয়া দিয়ে এক লাখ ২৮ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মিয়ানমারের সাত নাগরিককে আটক করা হয়।”

আটকদের বিরুদ্ধে মাদক আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।