হাতিয়ায় সংঘর্ষে পুলিশের ওপর হামলা: মামলা দায়ের

নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2017, 09:51 AM
Updated : 20 March 2017, 09:54 AM

হাতিয়া থানার এসআই আবদুল আজিজ রোববার রাতে মামলাটি দায়ের করেন বলে ওসি আব্দুল মজিদ জানান।

মামলার এজাহারে অজ্ঞাত পরিচয় চারশ জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার জাহাজমারা বাজারে সাবেক ইউপি চেয়ারম্যান একেএম সিরাজ উদ্দিনের নেতৃত্বে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে একটি আলোচনা সভা ও শোভাযাত্রা বের করা হয়। এরপর শনিবার রাতে বর্তমান চেয়ারম্যান মাছুম বিল্লার সমর্থকেরা পৃথক কর্মসূচি দেয়।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

ওসি মজিদ বলেন, সংঘর্ষের সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে মারে।

“এ সময় চার পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।”

পরে পুলিশ ৩৫ রাউন্ড শটগানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।