রোহিঙ্গা শিবির পরিদর্শনে মিয়ানমার সরকারের প্রতিনিধি দল

রোহিঙ্গা শরণার্থীদের তিনটি শিবির পরিদর্শন করতে কক্সবাজার পৌঁছেছেন মিয়ানমার সরকারের একটি প্রতিনিধি দল।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2017, 11:41 AM
Updated : 19 March 2017, 11:41 AM

জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, রোববার সকালে ঢাকা থেকে আকাশ পথে প্রতিনিধি দলের ১০ সদস্য কক্সবাজারে পৌঁছান।

সাড়ে ১১টায় তারা জেলা প্রশাসক কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে যান। সেখানে ঘণ্টাখানেক আলোচনা শেষে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান তারা।

দশ সদস্যের এই প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন মিয়ানমারের ইনভেস্টিগেশন কমিশনের সেক্রেটারি জ্যাং মিন্ট পে।

গত বছরের অক্টোবরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সীমান্তরক্ষী বাহিনীর কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর দেশটির সেনাবাহিনী ব্যাপক অভিযান শুরু করে।

ওই অভিযানের সময় ৭০ হাজারেরও বেশি রোহিঙ্গা সীমানা পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে বলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম ) এর ধারণা।

আন্তর্জাতিক চাপের মুখে মিয়ানমারের নতুন সরকার রোহিঙ্গা সংকট নিরসনে একটি তদন্ত দল গঠন করে। ওই দলের পাঁচ সদস্য বাংলাদেশে আসা প্রতিনিধি দলেও আছেন।

পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা দেখতে ও তাদের সঙ্গে কথা বলতে মিয়ানমার সরকার প্রতিনিধি দলটি পাঠিয়েছে বলে জেলা প্রশাসক জানান।

তিনি বলেন, “তারা পালিয়ে আসা রোহিঙ্গাদের সম্পর্কে জানতে চেয়েছেন। দুই নিকট প্রতিবেশী দেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়ন নিয়েও তাদের সঙ্গে আলাপ হয়েছে।”

সোমবার সকালে তারা উখিয়ার বালুখালী ও টেকনাফের লেদায় আরও দুটি শরণার্থী শিবির পরিদর্শন করবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক।