কক্সবাজারে লবণমাঠের বিরোধে সংঘর্ষে একজনের মৃত্যু

কক্সবাজারের মহেশখালীতে লবণের মাঠ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ১০ জন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2017, 07:06 AM
Updated : 9 March 2017, 07:06 AM

মহেশখালী উপজেলার কালারমারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. হারুনুর রশিদ জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহত জয়নাল আবেদীন (৪৫) মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের উত্তর ঝাঁপুয়া এলাকার আব্দুল মালেকের ছেলে।

এসআই রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উত্তর ঝাঁপুয়া এলাকার একটি লবণমাঠের মালিকানা নিয়ে স্থানীয় মো. তৌহিদ ও জয়নালের বিরোধ চলছিল।

“এ নিয়ে বুধবার বিকালে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১০ জনের বেশি আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সন্ধ্যায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান জয়নাল আবেদীন।”

স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ছাবের বলেন, জয়নালের মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ঘটনা তদন্ত করছে বলে জানিয়েছেন এসআই হারুনুর রশিদ।