নাসিরনগরে মন্দির থেকে প্রতিমা চুরি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি মন্দির থেকে ছয়টি প্রতিমা ও টাকাসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2017, 06:44 AM
Updated : 5 March 2017, 11:08 AM

সকালে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান, নাসিরনগরের ইউএনও লিয়াকত আলী ও থানার ওসি আবু জাফর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নাসিরনগর থানার ওসি মো.আবু জাফর জানান, ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের শ্রী শ্রী গোপীনাথ জিউ মন্দিরে (ইসকন মন্দির) রোববার ভোরে এ ঘটনা ঘটে।

মন্দিরের সেবায়েত গৌরাঙ্গ চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোর সাড়ে ৩টার দিকে পূজা দেওয়ার জন্য মন্দিরে প্রবেশ করতে গিয়ে দরজার সবকটি তালা কাটা পড়ে থাকতে দেখি।”

“এরপর মন্দিরের ভেতর ঢুকে দেখি পাঁচটি পিতলের ও ৬৫ বছরের পুরনো একটি কষ্টি পাথরের প্রতিমা চুরি হয়ে গেছে।”

এছাড়া মন্দিরের হারমোনিয়াম-করতাল ও দানবাক্সে থাকা কয়েক হাজার টাকা চুরি হয়েছে বলে জানান গৌরাঙ্গ।

ওসি আবু জাফর জানান, মন্দিরের সেবায়েত গৌরাঙ্গ চন্দ্র সাহা বাদী হয়ে ৮/১০ জন অজ্ঞাত চোরকে আসামি করে মামলা দিয়েছেন। চুরি যাওয়া মূর্তিসহ অন্যান্য জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চলছে।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, নাসিরনগরের ইস্যুকে উত্তপ্ত রাখতে কেউ কেউ মন্দিরে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আবার স্থানীয় কিছু মাদকাসক্ত রয়েছে যারা এই অপকর্ম ঘটাতে পারে। তবে যে-ই করে থাকুক তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।