গাজীপুরে দুই অগ্নিকাণ্ডে পুড়ল ৫ গুদাম ও এক দোকান

গাজীপুরের টঙ্গী ও জয়দেবপুরে পৃথক অগ্নিকাণ্ডে পাঁচটি গুদাম ও একটি দোকান পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2017, 04:31 AM
Updated : 5 March 2017, 04:39 AM

রোববার ভোরে ও শনিবার গভীর রাতে এ অগ্নিকাণ্ড হয় বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

টঙ্গী ফায়ার স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর মোরশেদুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে মিলগেইট নামাবাজার এলাকার একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়।

“আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বাবুল মিয়া, মো.কামরুজ্জামান, মো. মুহিন, কামরুল ইসলাম ও লিটন মিয়ার গুদাম এবং মালামাল পুড়ে যায়।”

খবর পেয়ে ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান মোরশেদুল।

এদিকে জয়দেবপুর বাজারে আগুন লেগে একটি মসলার দোকান পুড়ে যায় বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো.আখতারুজ্জামান জানান।

আখতারুজ্জামান বলেন, স্থানীয় শাহিন মিয়ার দোকানে শনিবার রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে যায়।

“তারা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সম্পূর্ণ দোকান ও মালামাল পুড়ে যায়।”

কয়েল অথবা বৈদ্যুতিক গোলেযোগ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির তথ্য জানা যায়নি, বলেন তিনি।