‘ছাত্রলীগ’ পরিচয়ে দোকানে ভাংচুর, বিক্ষুব্ধ ব্যবসায়ীরা  

রংপুর নগরীতে ‘ছাত্রলীগ’ পরিচয়ে চাঁদা দাবি করে না পেয়ে একটি ফাস্ট ফুডের দোকানে ভাংচুর করেছে একদল যুবক।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2017, 11:37 AM
Updated : 4 March 2017, 11:37 AM

শনিবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড়ে ‘লিফা ফাস্ট ফুড অ্যান্ড কনফেকশনারিতে’ এ হামলা হয়।

এ ঘটনার পর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ করে দিয়েছেন। এছাড়া সকাল ৯টা থেকে তারা রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেন।

পরে পুলিশের আশ্বাস পেয়ে ব্যবসায়ীরা অবরোধ তুলে নিলে বেলা ১১টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

তবে ছাত্রলীগ এ ঘটনায় সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে।

পার্কের মোড় ব্যবসায়ী সমিতির আহ্বায়ক এ কে এম মাসুদ রানা বলেন, “২৪ ঘণ্টার মধ্যে পুলিশ প্রশাসন হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়ায় আমলা অবরোধ তুলে নিয়েছি। তবে পার্কের মোড় ও চকবাজার এলাকার প্রায় পাঁচ হাজার দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।”

২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীরা গ্রেপ্তার না হলে রোববার সকাল ১০টা থেকে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে জানান মাসুদ।  

লিফা ফাস্ট ফুড অ্যান্ড কনফেকশনারির মালিক মাজেদুল ইসলাম লাবলু জানান, সকাল ৮টায় ১৫-২০ জন যুবক এসে নিজেদের ‘ছাত্রলীগ নেতা-কর্মী’ পরিচয় দেন। এক লাখ টাকা চাঁদার জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তাদের পাঠিয়েছেন বলে জানান তারা।

“টাকা দিতে রাজি না হওয়ায় যুবকরা দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে চলে যান।”

দোকানের দুটি ফ্রিজ, শোকেসসহ প্রায় ৫-৭ লাখ টাকার মালপত্রের ক্ষতি হয়েছে বলে দাবি করেন মাজেদুল।

এ ঘটনার পরপরই ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইমসলাম জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। দোকানটির ব্যাপক ভাংচুর করা হয়েছে। হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন। তবে দোকানপাট বন্ধ রেখেছেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শিশির বলেন, “আমি কাউকে চাঁদার জন্য পাঠাইনি। কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নেই।”