পটুয়াখালীতে বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি

পটুয়াখালীর বাউফলে বোমা ফাটিয়ে একটি স্বর্ণের দোকানে লুট করেছে ডাকাতরা। 

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2017, 04:14 AM
Updated : 26 Feb 2017, 04:14 AM

সদর রোডের সাবরেজিস্ট্রি অফিস সংলগ্ন ‘বীণা জুয়েলার্সে’ শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে বাউফল থানার ওসি আজম খান ফারুকী জানান।

বীণা জুয়েলার্সের মালিক জীবন কৃষ্ণ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“সন্ধ্যার দিকে একদল ‘ডাকাত’ ৭/৮টি হাতবোমা ফাটিয়ে দোকানে প্রবেশ করে।পরে দোকানে রাখা স্বর্ণালংকার লুট করে মোটরসাইকেলে করে পালিয়ে যায় তারা।”

ডাকাতরা প্রায় ৬০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে দাবি করেন তিনি।

ওসি আজম খান জানান, ডাকাতদের ছোড়া হাত বোমার আঘাতে দোকানের দুই কর্মচারীসহ তিনজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে সুধাংশু বালা (২৮) ও শ্রীবাস সিকদার (২৫) বীণা জুয়েলার্সের কর্মচারী। আর আলতাফ গাজী (৫০) রিকশাচালক।

তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত তিনটি হাতবোমা উদ্ধার করে।  

দোকানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে আসামিদের দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে বলে জানান তিনি।