সিরাজগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে দুই চালকসহ নিহত ৪

সিরাজগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে দুই চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2017, 09:57 AM
Updated : 18 Feb 2017, 04:46 PM

শনিবার বেলা সাড়ে ৩টার দিকে কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এলাকায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থানার এসআই মিজানুর রহমান জানান।

নিহতদের মধ্যে বাস যাত্রী পাবনা সদরের দীপ্ত চ্যাটার্জীর ছেলে লিটন চ্যাটার্জী (৩৫), শাহজাদপুরের লোকাই প্রমানিকের ছেলে শফিকুল ইসলাম (৪৫), ট্রাক চালক আব্দুল প্রমানিকের ছেলে মেহের আলী (৩২) ও বাস চালক পাবনা সদরের আব্দুস সাত্তারের ছেলে আনোয়ার হোসেন (৩০)। 

আহতদের মধ্যে ২৩ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাসপাতালের জরুরি বিভাগে কতর্ব্যরত সিনিয়র স্টাফ নার্স সিদ্দিকুর রহমান জানান।

এসআই মিজানুর বলেন, ঢাকা থেকে পাবনাগামী নাইট স্টার পরিবহনের একটি বাসের সঙ্গে বগুড়া থেকে ঢাকাগামী সার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই যানের চালকসহ চারজন ঘটনাস্থলেই মারা যান।

এ দুর্ঘটনার পর মহাসড়কে দুইপাশে যানবাহন আটকা পড়লেও উদ্ধার অভিযানের পর পরিস্থতি স্বাভাবিক হয় বলে জানান তিনি।