যশোরে পিকনিক বাসের চাপায় ২ যুবক নিহত

যশোরে স্কুলের পিকনিক বাস খাদে পড়ার কয়েকঘণ্টা পর বনভোজনের আরেকটি বাসের চাপায় দুই বন্ধু নিহত হয়েছেন।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2017, 01:45 PM
Updated : 10 Feb 2017, 01:45 PM

শুক্রবার বিকালে যশোর-মণিরামপুর সড়কে মনিরামপুর উপজেরার কানাইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার এসআই সোবহান শরীফ জানান।

নিহতরা হলেন মণিরামপুরের পাঁচবাড়িয়া গ্রামের নীতিশ মল্লিকের ছেলে প্লাবন মল্লিক (২৮) ও তার বন্ধু হাজরাইল গ্রামের ধীরাজ মণ্ডলের ছেলে দেবপ্রসাদ মণ্ডল (২৮)।

এর আগে বেলা ১১টার দিকে সদর উপজেলায় যশোর-নড়াইল সড়কে ঝিনাইদহের একটি স্কুলের পিকনিক বাস উল্টে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ ২০ জন আহত হন।

এসআই সোবহান শরীফ জানান, ওই দুই যুবক বিকাল সাড়ে ৩টায় মোটরসাইকেলে মণিরামপুর থেকে যশোর শহরের দিকে আসছিলেন। কানাইতলা এলাকায় পৌঁছুলে বিপরীতমুখী পিকনিকের একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ব্যানার দেখে স্থানীয়রা বাসটি পিকনিকের বলে জানালেও দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ায় তাদের সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।  

নিহত প্লাবনের স্বজন সোনালি মল্লিক জানান, প্লাবন ও দেবপ্রসাদ পরস্পর বন্ধু। তাদের একজনের মাথা এবং অপরজনের বুক ও পায়ের উপর দিয়ে বাস চলে গেছে।