বরিশালে বিপুল সার উদ্ধার, আটক ৬

বরিশালের উজিরপুর উপজেলায় প্রায় এক হাজার মেট্রিক টন ইউরিয়া সারসহ ছয় জনকে আটক করেছে পুলিশ। ওই সময় দুইটি কার্গো এবং দুইটি ট্রাকও জব্দ করা হয়।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2017, 12:38 PM
Updated : 5 Feb 2017, 12:38 PM

রোববার দুপুরে পুরান শিকারপুর এলাকায় এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

উজিরপুর থানার ওসি গোলাম সরোয়ার জানান, ইউরিয়া সার পাচার হচ্ছে খবর পেয়ে সন্ধ্যা নদীর পুরান শিকারপুর ঘাটে অভিযান চালিয়ে সার বোঝাই দুইটি কার্গো ও দুইটি ট্রাক জব্দ করা হয়। উদ্ধার হয় ৯৬০ মেট্রিক টন সার।

ওই সময় ছয় জনকে আটক করা হয় বলে জানান ওসি সরোয়ার।

“বস্তা ভরতি ওই সার মাদারীপুর, ফরিদপুরসহ বিভিন্ন এলাকায় ট্রাকে করে পাচার হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।”

ওসি আরও জানান, আটকদের কাছ থেকে উদ্ধার হওয়া কাগজপত্র যাচাই করে জানা যায়- বাংলাদেশে তৈরি বস্তা ভরতি এসব সার উজিরপুরের একটি বাফার গুদামের নামে এসেছে। অথচ উজিরপুর উপজেলায় কোনো বাফার গুদাম নেই।

আটকদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।