নজরুলে সহকারী রেজিস্ট্রারের ফেইসবুক পোস্টের পর লাঠি মিছিল

ময়মনসিংহে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের ফেইসবুক পোস্টের প্রতিবাদে লাঠি মিছিল করেছে শিক্ষার্থীরা।

ইলিয়াস আহমেদ ময়মনসিংহ থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2017, 08:47 AM
Updated : 2 Feb 2017, 08:48 AM

সহকারী রেজিস্ট্রার এহসান হাবীব মঙ্গলবার রাতে এক পোস্টে লেখেন, “বিষয়টা প্রাইভেট, পাবলিক না। বিষয়টা হলো মেধার। যোগ্যতার। আপনি পাবলিকের গরু নিবেন, নাকি প্রাইভেটের মেধা নিবেন?”

পরে আরেকটি পোস্টে তিনি লেখেন, “পাবলিকের অনেক গরু প্রতিদিন আমি আমার বাড়ির মাঠে ঘাস খেতে দেখেছি।”

ওই পোস্টে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা বুধবার ক্যাম্পাসে লাঠি মিছিল করে।

বিক্ষোভরত এক শিক্ষার্থী নাম প্রকাশ না করে বলেন, “বিশ্ববিদ্যালয়ের এক কর্তাব্যক্তির আত্মীয়কে নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে। সেই আত্মীয় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন। এজন‌্যই সহকারী রেজিস্ট্রার ওই মন্তব্য করেছেন।”

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সহকারী রেজিস্ট্রার এহসান হাবীব বলেন, “আমি তো এটি একটি কবিতা লিখেছি। প্রাইভেট বা পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু বলিনি।”