মেলান্দহে ছাত্রদের কাঁধের চড়লেন স্কুলের জমিদাতা

চাঁদপুরের হাইমচরে এক জনপ্রতিনিধির স্কুলছাত্রের পিঠে ওঠার সমালোচনার মধ‌্যে জামালপুরের মেলান্দহে শিক্ষার্থীদের কাঁধের উপর দিয়ে হাঁটার খবর এসেছে।

লুৎফর রহমানজামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2017, 05:54 PM
Updated : 2 Feb 2017, 04:08 PM

গত ২৯ জানুয়ারি উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও এক শিক্ষকের বিদায় অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

ছাত্রদের কাঁধের উপর দিয়ে ওই বিদ‌্যালয়ের জমি দানকারী দিলদার হুসেন প্রিন্সের হাঁটার ছবিটি বুধবার ফেইসবুকে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানায়, ২৯ জানুয়ারি বিদ্যালয়ের শিক্ষক আব্দুল লতিফ এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল। এ অনুষ্ঠানে স্কাউটসের সদস্যরা ‘প্রতীকী সেতু’ তৈরি করে।

সেই ‘মানব সেতুর’ উপর দিয়ে হেঁটে যান অনুষ্ঠানের প্রধান অতিথি দিলদার। এ কাজে তাকে সাহায্য করেন স্কুলের শরীরচর্চার শিক্ষক হাফিজুর রহমান।

এ বিষয়ে স্কুলটির প্রধান শিক্ষক মো. আসালত জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্কাউট সদস্যরা সেদিন শারীরিক কসরত উপস্থাপন করে। তবে তাদের তৈরি করা মানব সেতুর উপর দিয়ে প্রিন্স হেঁটে গেছেন কি না, আমি জানি না।”

দিলদার হুসেন প্রিন্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীদের কাঁধের উপর দিয়ে হেঁটেছি। এর বেশি কিছু নয়।”

শিক্ষার্থীদের হাতে হাত রেখে বানানো ‘পদ্মা সেতুতে’ শোয়া আরেক ছাত্রের পিঠে চড়ে সমালোচনার মুখে পড়েছেন চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারী।

গত সোমবার নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দিনে ওই ঘটনার একটি ছবি নিয়ে ফেইসবুকে সমালোচনার ঝড় চলছে।

শিক্ষার্থীদের হাতের ওপর দাঁড়ানো নূর হোসেনের পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষের শাস্তির দাবি জানিয়েছেন ফেইসবুক ব্যবহারকারীদের অনেকে।

মেলান্দহের ঘটনাটি আগে ঘটলেও হাইমচরের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ‌্য মাধ‌্যমে ব‌্যাপক শোরগোলের পর তা প্রকাশ পায়।