লক্ষ্মীপুরে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরের রায়পুরে পাঁচ বছর আগে এক কৃষক হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2017, 09:46 AM
Updated : 1 Feb 2017, 09:54 AM

বুধবার লক্ষ্মীপুরের জেলা ও দায়রা জজ আবুল কাশেম চৌধুরী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন আলাউদ্দিন, আবদুল আজিজ, রিয়াজ হোসেন, ফয়সাল এবং নূর আলম।

রায় ঘোষণার সময় আলাউদ্দিন ও নূরে আলম আদালতে উপস্থিত ছিলেন না; তারা পলাতক রয়েছেন।

যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক।  

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক চারজনকে খালাস দিয়েছেন বলে রাষ্ট্রপক্ষের আবনিজীবী জসীম উদ্দিন জানান।

মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০১২ সালের ১১ই ডিসেম্বর চরপাতা গ্রামে প্রতিপক্ষ আলাউদ্দিন ও আবদুল আজিজের নেতৃত্বে কৃষক আবদুল মান্নানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। গুরুতর অবস্থায় তাকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আবদুল মান্নানকে মৃত ঘোষণা করেন।

ওই দিনই আবদুল মান্নানের ছেলে মো. রাজু রায়পুর থানায় আলাউদ্দিনকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে মামলা  করেন।

তদন্ত শেষে ২০১৩ সালে নয়জনের বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচার শুরু হয়।