স্কুলছাত্র হৃদয় হত্যার পেছনে ‘দুই কারণ’

বরিশালে দশম শ্রেণির ছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। যারা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2017, 02:53 PM
Updated : 29 Jan 2017, 03:00 PM

রোববার বিকালে বরিশাল মহানগর পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

শনিবার সকাল ১০টার দিকে নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সাইদুর রহমান হৃদয় কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হয়েছে তার সহপাঠী গোলাম সাফিন রাফি।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে রাফি।

কমিশনার আমীন বলেন, শনিবার রাতে নিহতের বাবা একজনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও সাতজনের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলায় রোববার দুপুর পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়ে তিনি বলেন, “হৃদয়ের ঘনিষ্ঠ বন্ধুর পছন্দের এক মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছিল গ্রেপ্তারদের একজন। এছাড়াও শহীদ আরজু মনি মাধ্যমিক বিদ্যালয়ের এক কর্মচারীকে কটূক্তি করা নিয়ে হৃদয়ের সঙ্গে গ্রেপ্তারদের কয়েকজনের হাতাহাতি হয়।

“একমাস আগে থেকেই হৃদয়ের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এসব কারণ থেকে হৃদয়কে হত্যা করা হয়েছে।”  

হত্যায় ‘ব্যবহৃত ছুরিটি’ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।